বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা  

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা  

মৌলভীবাজার পৌরসভার উদ্যাগে গতকাল বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিক উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

পৌরসভা স্টোরকিপার মো. রুমেল আহমদের সঞ্চালনায় ও প্যানেল মেয়র মো. জালাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌরমেয়র মো. ফজলুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তারা ও আ.লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টিএইচ